ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম নন-ফিকশন বইমেলা। ব্যবসায় শিক্ষা অনুষদ ও দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন পাঠকেরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলমের সঞ্চালনায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এ সময় সূচনা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি আহ্বান জানাব, এই মেলার তিন দিনের আয়োজনের পাশাপাশি যেন মেলার সামগ্রিক বিষয়টি নজরদারিতেও জোর দেওয়া হয়।...আমি জোর দিয়ে বলতে চাই, প্রকাশনা রাজনৈতিক মারপ্যাঁচ, গ্রুপিংয়ের বাইরে থাকবে। আমরা যত দিন পারব, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এ আদর্শ ধরে রাখব। জ্ঞানের উৎপাদন ও বিতরণে সংকীর্ণ, হিংস্র, দলান্ধ রাজনীতি আনা যাবে না। জ্ঞান উৎপাদন ও বিতরণের মহৎ উদ্দেশ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’

মেলার উদ্বোধনের সময় আরও বক্তব্য দেন অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএল‌সির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য দিলীপ কুমার বড়ুয়া।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে শুরু হওয়া এই মেলা সোমবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে । মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকেরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‍্যাফল ড্রর আয়োজন। র‍্যাফল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার।

মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৪-এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘‌নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।