পুলিশ সংস্কারে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে কমিশন

‘কেমন পুলিশ চাই’ নামে একটি জনমত জরিপ শুরু করা হয়েছেছবি: পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া

পুলিশ সংস্কারের জন্য সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে পুলিশ সংস্কার কমিশন। ১৫ নভেম্বরের মধ্যে এ–সংক্রান্ত মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক এক জনমত জরিপ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে ঢুকে মতামত দেওয়া যাবে। এখানে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে একটি প্রশ্নমালা আছে। তা পূরণ করে সবাইকে মূল্যবান মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মতামত গোপন রাখা হবে। মতামতগুলো শুধু পুলিশ সংস্কারের জন্য ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিটিতে পুলিশ সংস্কার কমিশনের সদস্যসচিব ও জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন স্বাক্ষর করেন। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু পুলিশ সহিংস ভূমিকা পালন করে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশের সংস্কার এখন সময়ের দাবি।