বইমেলায় স্টল ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশকদের

অমর একুশে গ্রন্থমেলাফাইল ছবি: প্রথম আলো

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ স্টল ভাড়া ৫০ শতাংশ কমানোসহ ১৬ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি। স্বৈরাচারের দোসর লুটপাটকারী প্রকাশকদের তালিকা এবং বইমেলায় প্রকাশক প্রতিনিধি মনোনয়নের একটি তালিকাও দিয়েছে তারা।

আজ রোববার বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে স্মারকলিপি দিয়ে তাঁরা এসব দাবি জানান। তাঁদের পক্ষে সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রাজিয়া রহমান এ স্মারকলিপি দেন। তাঁদের ১৬ দফা দাবির মধ্যে বইমেলায় প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও অধিকসংখ্যক প্রকাশক প্রতিনিধি মনোনয়ন অন্যতম।

প্রকাশক নেতারা একই দিনে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের কাছেও বিভাগীয় বইমেলার স্টল ভাড়া কমানোসহ নানা দাবি জানিয়েছেন। এসব দাবির মধ্যে বই বাছাই প্রতিনিধি মনোনয়ন, আন্তর্জাতিক বইমেলায় বৈষম্যের শিকার প্রকাশকদের অগ্রাধিকার দেওয়া এবং স্বৈরাচারের দোসর প্রকাশকদের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ অন্যতম।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী, সহসভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হক শাহজী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কলি প্রমুখ।