রিমান্ডে অসুস্থ হয়ে পড়া শাজাহান খানকে ঢাকা মেডিকেলে ভর্তি

শাজাহান খানফাইল ছবি

রিমান্ডে অসুস্থ হয়ে পড়া সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে বিকেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল সূত্র জানায়, বিভিন্ন মামলায় বন্দী সাবেক মন্ত্রী শাজাহান খান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডিবি পুলিশের পাহারায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথমে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক তৌকির আহামেদ প্রথম আলোকে বলেন, শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তাঁর উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। তা ছাড়া তাঁর ডায়াবেটিস ও হৃদ্‌রোগের সমস্যা রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে শাজাহান খানকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, শাজাহান খানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।

শাজাহান খান প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন