বিদ্যুৎ সাশ্রয়ে নারী গ্রাহকদের সচেতন করছে ডিপিডিসি
বিদ্যুতের সাশ্রয় ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে নারী গ্রাহকদের মধ্যে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে ঢাকার বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
ডিপিডিসি এখন পর্যন্ত চারটি এলাকায় আলোচনা সভা করেছে। এতে বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করে তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন গ্রাহকেরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ডিপিডিসি। এতে বলা হয়, আজ বুধবার জুরাইন এলাকার ডিপিডিসি কার্যালয়ে স্থানীয় গৃহিণীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংস্থাটির উপমহাব্যবস্থাপক নূর কামরুন নাহার ও জুরাইনের নির্বাহী প্রকৌশলী আহমেদ শফিক তাঁদের পরামর্শ দেন ও মতবিনিময় করেন।
মুজিব বর্ষে জিগাতলা ও লালবাগ এলাকায় দুটি আলোচনা সভা করা হয়েছে। করোনা মহামারির কারণে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৯ মার্চ শ্যামলী এলাকায় একই বিষয় নিয়ে আলোচনা সভার মাধ্যমে এ কার্যক্রম আবার শুরু হয়। এখন পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে এ কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। এটি ঈদের পর আবার শুরু হবে।
সভায় বৈদ্যুতিক মিটার, বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন জটিলতা নিয়ে প্রশ্ন করে সমাধান নেন গ্রাহকেরা। তাঁদের মধ্যে কুতুবখালী এলাকার বেশ কয়েকজন গ্রাহক মিটারের বিল ও যথাসময়ে বিল পাওয়ার বিষয়ে কথা বলেন।
এর আগে মুজিব বর্ষে জিগাতলা ও লালবাগ এলাকায় দুটি আলোচনা সভা করা হয়েছে। করোনা মহামারির কারণে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৯ মার্চ শ্যামলী এলাকায় একই বিষয় নিয়ে আলোচনা সভার মাধ্যমে এ কার্যক্রম আবার শুরু হয়। এখন পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে এ কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। এটি ঈদের পর আবার শুরু হবে।