আজ রাজধানীতে কোথায় কখন লোডশেডিং
বিদ্যুতের ঘাটতি কমাতে আজ রোববার টানা ষষ্ঠ দিনের মতো দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী, গত মঙ্গলবার দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করছে।
আজ কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও দিয়ে দিয়েছে সংস্থা দুটি। এ প্রতিবেদনের সঙ্গে ডিপিডিসি ও ডেসকোর তালিকাভুক্ত এলাকার লোডশেডিংয়ের সময়সূচি যুক্ত আছে।
লোডশেডিংয়ের কারণে গতকাল শনিবার দিনের বেলায় বেশি ভুগেছেন রাজধানী ঢাকার মানুষ। রাজধানীর বেশির ভাগ এলাকায় এক ঘণ্টার বেশি লোডশেডিং করতে বাধ্য হয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো। গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ-ঘাটতি ছিল ডেসকোর।
অন্যদিকে, ঢাকার বাইরেও ঘোষিত সময়সূচির বাইরে লোডশেডিং করতে হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা প্রকট ছিল। তবে ঢাকার বাইরের কিছু এলাকায় গতকাল লোডশেডিং তুলনামূলক কম ছিল।