ফকিরাপুলের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ‘অস্বাভাবিক মৃত্যু’

লাশপ্রতীকী ছবি

রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে এক ব্যবসায়ীর ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে।

চট্টগ্রামের এই ব্যবসায়ীর নাম হাসানুজ্জামান চৌধুরী (৫২)। বাড়ি জেলার আনোয়ারা উপজেলায়। বাবার নাম আমিরুজ্জামান চৌধুরী। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম।

পুলিশ জানায়, হাসানুজ্জামান গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুলের পারাবত আবাসিক হোটেলে ওঠেন। রাতে হোটেলের কর্মচারীরা তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। মতিঝিল থানার পুলিশ হোটেলকক্ষে তাঁকে অচেতন পায়। দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসানুজ্জামানের ভাগনে ওসমান গণি বলেন, তাঁর মামা চট্টগ্রামে ব্যবসা করতেন। এক আইনজীবীর সঙ্গে দেখা করতে তিনি গতকাল চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

মতিঝিল থানার এসআই শাহ আলম বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত ছাড়াই হাসানুজ্জামানের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।