চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির প্রজ্ঞাপন চেয়ে শাহবাগে অবস্থান

‘৩৫-প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীদের একটি অংশছবি: প্রথম আলো

চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে স্থায়ীভাবে ৩৫ বছর করে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী। দ্রুত দাবি না মানা হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে ‘৩৫-প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীদের একটি অংশ।

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, তাঁরা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন।

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির এই সুপারিশের আলোকে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা সকাল থেকে সেখানে নানা স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। দুপুরের পর তাঁরা জাদুঘরের সামনে ফুটপাতে ব্যানারসহ অবস্থান নেন। স্লোগান-বক্তব্যের ফাঁকে ফাঁকে গানও চলছে।

আরও পড়ুন

৩৫-প্রত্যাশীদের গণমাধ্যম সমন্বয়ক খাদিজা খাতুন শাহবাগে সাংবাদিকদের বলেন, তাঁদের আশা, দ্রুত তাঁদের দাবি মেনে চাকরির বয়স বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হবে। দাবি না মানা হলে তাঁরা লাগাতার কর্মসূচিতে যাবেন।