ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মারা গেলেন ১৪ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু নিয়ে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের প্রথম ২১ দিনে দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ৮৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন ও ঢাকার বাইরে ৫৪৭ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত শতাব্দীর ষাটের দশকে এ দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। তবে গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন।