ডেমরায় ১০ কোটি টাকার খাসজমি উদ্ধার
রাজধানীর ডেমরা এলাকা থেকে ১০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ মঙ্গলবার এক অভিযানে অবৈধ দখলদারদের থেকে জমির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। পরে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলি সাদিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেমরা রাজস্ব সার্কেল জেলা প্রশাসকের নির্দেশে বালুধিৎপুর মৌজাস্থ সিটি ১৯৫১ নম্বর দাগের ৮২ দশমিক ৯২ শতক খাসজমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য বর্তমানে ১০ কোটি টাকা।
ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। আমরা সব খাসজমি উদ্ধার করব।’
উদ্ধার অভিযানে ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার, সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।