পুরান ঢাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে এক শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারানোয় সুভাষ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নবাবপুর থেকে টিন কিনে তা পিকআপে তুলে মিরপুর বেড়িবাঁধে নিজেদের কর্মস্থলে ফিরছিলেন সুভাষ ও মনির হোসেন নামে দুই শ্রমিক। একপর্যায়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে শ্রমিক সুভাষ ও মনির আহত হন।

এসময় তাঁদের উদ্ধার করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সুভাষকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান প্রথম আলোকে বলেন, সুভাষের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।