ডেমরায় চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা এলাকায় রাকিবুর রহমান (৩২) নামের এক যুবককে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, চোর সন্দেহে রাকিবুরকে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ডেমরার হাজি বাদশা মিয়া সড়কের নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নির্মাণাধীন ওই ভবনের দুই শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেমরা থানার উপপরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ওই ভবনে রাকিবসহ তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে সেখানকার শ্রমিকেরা ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। এ সময় রাকিবুরের সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। তবে শ্রমিকেরা রাকিবুরকে ধরে মারধর করেন।

আহত রাকিবুরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় ব্যক্তিরা। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

রাকিবুরের ভাগনে জুবায়ের আলী প্রথম আলোকে বলেন, রাকিবুর বামৈল পাইটি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন। রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে এক ভ্যানচালক মুঠোফোনে রাকিবুর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বলে জানান। সকাল আটটার দিকে সেখান থেকে রাকিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জুবায়ের। রাকিবুরের মাথার পেছনের অংশে ইটের আঘাত রয়েছে। তবে কারা, কেন রাকিবুরকে আঘাত করেছে, এ বিষয়ে কিছু জানেন না জুবায়ের।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বেলা সোয়া তিনটার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি।