কলাবাগানের বাসায় নারী চিকিৎসকের মৃতদেহ, পিঠে–গলায় জখম
রাজধানীর কলাবাগানের একটি বাসায় কাজী সাবেরা রহমান (৪৭) নামে এক চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছে । পুলিশ ধারণা করছে, এই চিকিৎসককে হত্যা করা হয়েছে।
কলাবাগান থানার দায়িত্বরত কর্মকর্তা এরশাদুল হক এক নারী চিকিৎসকের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আজ সোমবার দুপুরের দিকে ৫০/১ ফাস্ট লেনের বাসা থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ প্রথম আলোকে বলেন, ওই চিকিৎসক গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন। যে বাসায় ওই চিকিৎসক থাকেন, সেখানে আরও দুটি রুম সাবলেট দেওয়া আছে। ওই চিকিৎসকের পিঠ ও গলায় জখমের চিহ্ন আছে।
এডিসি শাহেন শাহ জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, ওই ভবনের মালিক ও ফ্ল্যাটের সহভাড়াটেরা (সাবলেট) থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
কাজী সাবেরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন।