ইউআইইউতে স্যানিটেশন নিয়ে গোলটেবিল বৈঠক
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হলো স্যানিটেশন নিয়ে গোলটেবিল বৈঠক। গতকাল মঙ্গলবার এ বৈঠকের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেইনিং নেটওয়ার্ক (আইটিএন)।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য দেন বৈঠকের আয়োজক পুরকৌশল বিভাগের প্রধান আফজাল আহমেদ। এ ছাড়া বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান।
আরও আলোচনা করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এম রিজওয়ান খান, কোষাধ্যক্ষ মো. আবদুল মোকাদ্দেম ও আইটিএনের পরিচালক তানভীর আহমেদ।
গোলটেবিল বৈঠকে বক্তারা দেশের স্যানিটেশন–ব্যবস্থার গুরুত্ব, প্রতিবন্ধকতা, ব্যবহার ও যথাযথ বাস্তবায়নের মতো বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া স্যানিটেশন নিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ভূমিকার বিষয় তুলে ধরেন।