সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ‘ক্যাডির মেয়ে টিভিতে গাইতে চায়, ব্যবস্থা করো’ খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, মতামত, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘ক্যাডির মেয়ে টিভিতে গাইতে চায়, ব্যবস্থা করো’

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ভবন
ছবি: জাতীয় তথ্য বাতায়ন থেকে

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে কর্মজীবনের (২০১৬-২০২১) শেষ অধ্যায়টি পার করেছেন হারুন রশীদ। সেই অভিজ্ঞতার বয়ান তিনি দিয়েছেন তাঁর ‘আমলাবেলা’ নামের আত্মজৈবনিক বইয়ে। এতে তিনি বিটিভিতে নিজের চাকরির পর্বকে বর্ণনা করেছেন ‘এ যে ভীষণ যন্ত্রণা’ শিরোনাম দিয়ে। এই পর্বের বিশেষ অংশগুলো নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ থাকছে প্রথম পর্ব। বিস্তারিত পড়ুন...

পর্যটন করপোরেশনের মদের বিক্রয়কেন্দ্রে আয় নেই, লোকসান কোটি টাকা

বাংলাদেম পর্যটন করপোরেশন

কোনো পরিকল্পনা ছাড়াই এক বছর আগে রাজধানীর মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয়কেন্দ্র স্থাপন করে পর্যটন করপোরেশন। বিক্রয়কেন্দ্র চালুর আগে নেওয়া হয়নি কারও মতামত, করা হয়নি কোনো ধরনের সমীক্ষা। চালুর পর গত এক বছরে এক টাকার মদও বিক্রি হয়নি। বিস্তারিত পড়ুন...

ইরান-ইরাক যুদ্ধের যোদ্ধা থেকে প্রেসিডেন্ট, কে এই পেজেশকিয়ান

নির্বাচনী প্রচার অনুষ্ঠানে মাসুদ পেজেশকিয়ান। তেহরান, ইরান, ৩ জুলাই ২০২৪
ছবি: রয়টার্স

মাসুদ পেজেশকিয়ান একজন স্বল্পপরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। ছিলেন ইরানের সংস্কারবাদী আইনপ্রণেতা। হৃদ্‌রোগবিষয়ক শল্যবিদ থেকে এখন তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাঁর এ জয় সামাজিক স্বাধীনতা ও আরও বাস্তবধর্মী পররাষ্ট্রনীতি-প্রত্যাশী ইরানের কোটি কোটি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। বিস্তারিত পড়ুন...

‘আমি তো ইসরায়েলে আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না’

গাজায় ইসরায়েলি হামলা ধ্বংসস্তূপের মাঝখানে খেলছে এক ফিলিস্তিনি শিশু
ছবি: এএফপি

যুদ্ধের সময়ে মা হয়ে চলার জন্য কেউ আপনাকে কখনো প্রস্তুত করবে না। আমার শৈশবে একমাত্র যে ব্যক্তিটি আমাকে যুদ্ধ নিয়ে অনেক কিছু বলেছেন, তিনি হলেন আমার পিতামহ। দামেস্কে জন্ম তাঁর। অনেক পথ পাড়ি দিয়ে গোলান মালভূমিতে এসে বসতি গড়েছিলেন। বিস্তারিত পড়ুন...

ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠে আর্জেন্টিনাকে পেল কানাডা

কানাডার ইতিহাস গড়ার আনন্দ
এএফপি

শেষ চারে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আজ মাঠ নেমেছিল কানাডা ও ভেনেজুয়েলা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ফল আসেনি নির্ধারিত ৯০ মিনিটে। ১-১ গোলে সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন