হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন বুধবার, নেতাদের মুক্তির সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে

হেফাজতে ইসলাম বাংলাদেশ

কারাবন্দী নেতাদের মুক্তি এবং দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে মাঠে তৎপর হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা মাশায়েখ সম্মেলন আয়োজন করেছে তারা।

হেফাজত এমন সময়ে তৎপর হচ্ছে, যখন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ‘চূড়ান্ত আন্দোলনের’ পথে বিরোধী দলগুলো।

ওলামা মাশায়েখ সম্মেলনে কারাবন্দী নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহারের পাশাপাশি ১৩ দফা দাবি জানাবে হেফাজত। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দাবি পূরণের জন্য সরকারের প্রতি চূড়ান্ত আহ্বান জানাবে সংগঠনটি। এক মাসের সময়সীমাও উল্লেখ করে দেওয়া হতে পারে।

অবশ্য হেফাজত কোনোভাবেই বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হবে না। আবার সংগঠনের সঙ্গে যুক্ত ধর্মভিত্তিক ইসলামি দলগুলোও এ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী প্রথম আলোকে বলেন, ওলামা মাশায়েখ সম্মেলনের লক্ষ্য তিনটি। মাওলানা মামুনুল হক, মুনির হোসাইন কাসেমীসহ বন্দী আলেমদের মুক্তি। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং সংগঠনের ১৩ দাবি বাস্তবায়ন।

সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমানসহ সারা দেশ থেকে কয়েক হাজার আলেম এ সম্মেলনে অংশ নেবেন বলে হেফাজতের নেতারা জানিয়েছেন। সকাল ৯টায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ২১ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের সিদ্ধান্ত হয়। পরে সম্মেলনটি এগিয়ে ২৫ অক্টোবর আনা হয়।