চট্টগ্রামে শেখ হাসিনা, কাদের, হাছানসহ ২৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ বুধবার নগরের চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফজলে রাব্বির বাবা মো. সেলিম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিদের অন্যতম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, এম এ সালাম, এস এম আল মামুন, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী, জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ, কাউন্সিলর আবদুস সবুর, মোবারক আলী, মোরশেদ আলম, জিয়াউল হক, পুলক খাস্তগীর, নেসার আহমেদ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলর আবদুল কাদের প্রমুখ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ২৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত ফজলে রাব্বির বাবা।
মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলে রাব্বি। আসামিদের নির্দেশে ছাত্র–জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। গুলিতে আহত হয়ে মারা যান ফজলে রাব্বি।
উল্লেখ্য, এর আগে আাসামিদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় আরও দুটি মামলা হয়। নিহত দুজনের পরিবার এই মামলা করে।