আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়ে রিট

হাইকোর্ট ভবনফাইল ছবি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রেক্ষাপটে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। মো. সোহেল রানা নামের এক ব্যক্তি ওই রিট করেছেন।

রিটটি গতকাল সোমবার দায়ের করা হয় বলে জানিয়েছেন সোহেল রানার আইনজীবী এ এম জামিউল হক। আজ মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, সোহেল রানা একজন সাংবাদিক।

বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে গতকাল রিটটি জমা দেওয়া হয় বলে জানান ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি। তিনি প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ রিটের অনুলিপি হাতে পেয়েছে। রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

‘জেনারেল আজিজের দুর্নীতির অভিযোগ যাচাই করছে দুদক’ শিরোনামে গত ৩১ মে এবং ‘জেনারেল আজিজের তেলেসমাতি’ শিরোনামে গত ৫ জুন প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন দৈনিকে আসা প্রতিবেদনের প্রসঙ্গ রয়েছে রিটে।

রিটের আবেদনে দেখা যায়, আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রিটে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিবাদী করা হয়েছে।