স্যানিটারি ব্র্যান্ড ‘গ্যাসদামের’ আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর হলিডে ইন হোটেলে সংবাদ সম্মেলন করে গ্যাসদাম বাংলাদেশছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড গ্যাসদাম বাংলাদেশে রি-ব্র্যান্ডিং করেছে। সম্প্রতি রাজধানীর হলিডে ইন হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর ৩০০ ফুট সড়ক-সংলগ্ন আইসিসিবিতে শুরু হতে যাওয়া ‘কিচেন বাথ এন্ড লিভিং এক্সপো’-তে অংশগ্রহণ করবে গ্যাসদাম বাংলাদেশ। তিন দিনব্যাপী এই মেলায় ৫০ শতাংশ ছাড়ে গ্যাসদামের সব পণ্য পাবেন গ্রাহকেরা।

গ্যাসদামের কান্ট্রি ডিরেক্টর মাসুদ পারভেজ বলেন, ‘গ্যাসদাম ব্র্যান্ডটি আমরা ২০২১ সালেই বাংলাদেশে নিয়ে আসি। রি-ব্র্যান্ডিং-এর অংশ হিসেবে গ্রাহকদের কথা বিবেচনা করে সব ধরনের নতুন ফিচার পেতে ওয়েবসাইটকে সাজিয়ে নেয়া হয়েছে।’

অনুষ্ঠানের নেপথ্যে কাজ করছে বাংলাদেশের স্যানিটারি ওয়্যার ক্ষেত্রে অতি পরিচিত মুখ মুন গ্যালারী। গ্র্যান্ড রিলঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন ইন্টেরিয়র ডিজাইনারস এসোসিয়েশন অব বাংলাদেশের (আইডেব) আহ্বায়ক শফিউল ইসলাম, সদস্যসচিব সৈয়দ কামরুল আহসান এবং ইসি কমিটি মেম্বার মো. সাইফুল ইসলাম। বিআইসিএর প্রেসিডেন্ট এলএন সালাউদ্দিন মানিক ও সেক্রেটারি মারুফ লিয়াকত, মেঘনা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট অমিও অহনা প্রমুখ।