‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করা হয়েছে’

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেতা-কর্মীরা। আজ বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের সামনেছবি-সৌরভ দাশ

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিন্তু সরকার তাঁকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজ শনিবার বিকেলে নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম নগর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে এরশাদ উল্লাহ বলেন, খালেদা জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। সরকারের প্রতিহিংসা বেড়েই চলেছে। তাঁর চিকিৎসার জন্য দেশের মানুষ সোচ্চার থাকলেও সরকার অশুভ উদ্দেশ্যে বাধা দিচ্ছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপির নবনির্বাচিত সদস্যসচিব নাজিমুর রহমান। মাহফিলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দাবি করেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করার কারণেই খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির নেতা এম এ আজিজ, আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস কে খোদা, কাজী বেলাল উদ্দিন প্রমুখ।

এদিকে গতকাল বেলা তিনটার দিকে কাজীর দেউড়ী নুর আহমদ সড়কে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।