ধর্ষণচেষ্টা ও ভিডিও ধারণ, চট্টগ্রামে দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আসামিছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিধবা এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন স্বামী আর স্ত্রী তা মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন আবছার উল্লাহ, তাঁর স্ত্রী হাসিনা আক্তার ও তাঁদের সহযোগী মো. মুছা। আজ বৃহস্পতিবার নগরের ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম প্রথম আলোকে বলেন, স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে ভুক্তভোগী নারী (৩৭) নগরের ডবলমুরিংয়ের বাসা ভাড়া দিয়ে নগরের পতেঙ্গায় বাপের বাড়িতে বসবাস করে আসছেন।

৬ সেপ্টেম্বর ডবলমুরিংয়ের ভাড়া বাসায় আবছার উল্লাহ তাঁকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন আবছারের স্ত্রী হাসিনা আক্তার তা ভিডিও করেন। পরে এটি ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে ডবলমুরিং থানায় মামলা করেন। এরপর র‍্যাব গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।