দাওয়াতে ইসলামীর ইজতেমা শুরু
দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে তিন দিনের আন্তর্জাতিক ইজতেমা শুরু হয়েছে। রাজধানীর আশকোনার হাজি ক্যাম্প-সংলগ্ন আশিয়ান সিটি মাঠে বুধবার ফজরের নামাজের পর দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
আয়োজকেরা এটিকে ‘সুন্নতেভরা’ ইজতেমা বলছেন। আগামী শুক্রবার জুমার নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
নামাজের ফজিলত, সময়ের গুরুত্ব, সন্তানের সুশিক্ষা ও পরিবারের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ইজতেমায় আলোচনা হয়। দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ (প্রচার-প্রসারকারী) মুহাম্মদ জাকির আত্তারি, মুহাম্মদ ইমরান আত্তারি, মুহাম্মদ রিয়াজ আত্তারি, মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরি, নাইমুল হায়দার কাদেরি ও দাওয়াতে ইসলামীর জিম্মাদার জহিরুল ইসলাম মুজাদ্দেদি আলোচনা করেন।