ডাকসুর নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারি হতে পারে, জানালেন প্রক্টর
আগামী জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হতে পারে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
শিক্ষার্থীদের মতামত জানতে ডাকসুর নির্বাচন খুবই জরুরি বলে উল্লেখ করেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন হলে এ প্রক্রিয়াটি আমাদের জন্য আরও সহজ হবে। কারণ, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তখন কথা বলতে পারব।’ জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা মাঝামাঝি সময়ে ডাকসু নির্বাচন আয়োজন করতে চান বলে তিনি জানান।
প্রক্টর বলেন, তবে ডাকসুর রিফর্মেশনসহ (সংস্কার) এর গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন। ডাকসুতে উপাচার্যের থাকা যাবে না, এমনটিও বলছে তারা। স্লোগান দেওয়া যাবে কি যাবে না, পোস্টার লাগানো যাবে কি যাবে না, বিভিন্ন রকম কথা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকেও। এ বিষয়গুলোও মাথা রাখা হবে।