আরেক হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হলো

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর খিলগাঁও থানায় করা একটি হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে কারাগার থেকে আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে খিলগাঁও থানায় করা জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নেতা হাসান মাহমুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া লিখিতভাবে আদালতকে জানান, হাসান মাহমুদ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর নাম রয়েছে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হোক। শুনানির পর আদালত তাঁকে ( গোলাম দস্তগীর গাজী) এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নেতা হাসান মাহমুদকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে গত ২৮ আগস্ট মামলা হয়। ঢাকার সিএমএম আদালতে এই মামলা করেন হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাকে আসামি করা হয়। হাসান মাহমুদ গত ৩১ জুলাই খিলগাঁও এলাকায় খুন হন।

গত ২৫ আগস্ট গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রূপগঞ্জ থানায় করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেদিন গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের আদালত।