জন্ম ও মৃত্যুসনদে নতুন সুবিধা আসছে
জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদে নতুন সুবিধা আসছে। নতুন সনদে কিউআর কোড এবং বারকোড সংযোজন করা হচ্ছে। একই সনদে বাংলা ও ইংরেজি ভাষায় ব্যক্তির তথ্য থাকবে।
রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান স্বাক্ষরিত এ–সংক্রান্ত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
চিঠিটি গতকাল মঙ্গলবার ইস্যু করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদের মান উন্নয়ন, নিরাপত্তা বিধান এবং অভিন্নকরণের লক্ষ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদে আধুনিক বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এটা বিডিআরআইএস সফটওয়্যারে সন্নিবেশ করা হয়েছে।
চিঠির বিষয়ে জানতে চাইলে আজ বুধবার রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, মানুষের সুবিধায় আধুনিকায়নের জন্যই জন্ম ও মৃত্যুসনদের নকশায় পরিবর্তন আনা হয়েছে।
এদিকে ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদের প্রমিত ও অভিন্ন টেমপ্লেট ব্যবহারকরণ’ শিরোনামের চিঠিতে নতুন টেমপ্লেটের বৈশিষ্ট্য উল্লেখ করে বলা হয়েছে, সনদের ওপরের দিকে বাংলাদেশ সরকারের লোগো এবং মাঝখানে জলছাপে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের’ লোগো থাকবে। আগের সনদের তথ্য অপরিবর্তিত রেখে কিউআর কোড এবং বারকোড সংযোজন করা হবে। কিউআর কোডে সনদের সত্যতা যাচাই লিংক এবং বারকোডে জন্ম ও মৃত্যুনিবন্ধন নম্বর থাকবে। একই সনদে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ব্যক্তির তথ্য থাকবে। সনদে শুধু নিবন্ধক ও নিবন্ধন সহকারীর স্বাক্ষরের জায়গাটি স্থান সংকুলানের জন্য ইংরেজিতে লেখা থাকবে।
পরিবর্তিত জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদের নতুন টেমপ্লেটটি ২৫ জুলাই থেকে বিডিআরআইএসে থাকবে। এ টেমপ্লেটে সব নিবন্ধক কার্যালয় থেকে সনদ মুদ্রিত হবে।