অবমাননাকর বক্তব্য, ব্যাখ্যা দিতে দুই আইনজীবীকে তলব

হাইকোর্টফাইল ছবি

প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে কিছু স্টেটমেন্টে (বক্তব্য) সামগ্রিকভাবে বিচার বিভাগের মর্যাদা, অবস্থান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছেন আপিল বিভাগ।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওই দুই আইনজীবীকে ১১ জানুয়ারি সকাল ৯টায় আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ আদেশ দেন।

ওই দুই আইনজীবী হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ মহসিন রশীদ ও শাহ আহমেদ বাদল।

সংশ্লিষ্ট বিষয়ে দুই আইনজীবীকে নিজেদের আচরণ ব্যাখ্যার পাশাপাশি তাঁদের ক্ষেত্রে কেন আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চিঠিতে কিছু অবমাননাকর স্টেটমেন্ট (বিবৃতি) রয়েছে, যা রাষ্ট্রবিরোধী এবং সামগ্রিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তি, অবস্থান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

গত ২৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইনজীবীদের এ কর্মসূচির কথা উল্লেখ করে ওই দুই আইনজীবীর ১ জানুয়ারি দেওয়া চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় গ্রহণ করে। পরদিন চিঠিটি প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। চিঠিতে মহসিন রশীদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক ও শাহ আহমেদ বাদল সদস্যসচিব বলে উল্লেখ করেছেন।