মসজিদে যা মানা দরকার
মসজিদ আল্লাহর ঘর। তাই সতর্কতার সঙ্গে মসজিদের আদবকেতা মানা দরকার। অন্য যে কাজই আমরা সেখানে করি, তা শর্তসাপেক্ষে করতে হয়। এ ক্ষেত্রে মসজিদের যেসব শিষ্টাচার মেনে চলতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি তুলে ধরা হলো:
● মসজিদে দুর্গন্ধমুক্ত হয়ে যাওয়া। এ ক্ষেত্রে নিজ ঘর থেকে অজু করে যাওয়া ভালো
● পরিষ্কার–পরিচ্ছন্ন হয়ে ভালো পোশাকে মসজিদে যাওয়া (সুরা আরাফ: ৩১)
● দোয়া পড়ে ঘর থেকে বের হওয়া, পথে যেতে যেতেও দোয়া পড়া (আবু দাউদ: ৫০৯৫)
● ধীরস্থিরভাবে চলাচল করা, তাড়াহুড়ো বা দৌড়াদৌড়ি না করা (বুখারি: ৬৩৬)
● ডান পা আগে দিয়ে মসজিদে প্রবেশ করা এবং বের হওয়ার সময় বাঁ পা আগে দেওয়া (মুসলিম)
● মসজিদে ঢুকেই দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা (বুখারি)
● জায়গা খালি থাকলে সামনের কাতারে বসা (বুখারি: ৬১৫)
● কিবলামুখী হয়ে বসা ও পবিত্র কোরআন তিলাওয়াত করতে থাকা (তাবরানি)
● জামাত দাঁড়িয়ে গেলে আর কোনো সুন্নত নামাজের নিয়ত না করা (মুসলিম)
● উচ্চ স্বরে কথা না বলা। মসজিদকে আবর্জনামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
● অবুঝ শিশুদের মসজিদে না নিয়ে আসা ভালো
● মসজিদকে নামাজ, জিকির ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সজীব রাখা। অন্য কোনো কাজ সেখানে না করা
উল্লেখযোগ্য কারণ ছাড়া মসজিদকে চলাচলের রাস্তা না বানানো উত্তম।
ধর্ম ডেস্ক