ডিসেম্বরে অস্ত্র, গোলাবারুদসহ ২৬৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে। এসব ঘটনায় ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি বলেছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান দ্রব্যগুলোর মোট দাম ২৬৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে আছে—৯টি পিস্তল, ২টি এয়ারগান, ১৩টি ম্যাগাজিন, ১টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গানপাউডার, ১২ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৭ কেজি ২০০ গ্রাম পটাশিয়াম নাইট্রেট ও ৩১৬টি গুলি।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বরে চালানো অভিযানে বেশ কিছু চোরাচালান দ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে আছে—১১ কেজি ৬৪৩ গ্রাম সোনা, ৫ কেজি ২০০ গ্রাম রুপা, ১ লাখ ৭০ হাজার ৫৮৯টি কসমেটিকস সামগ্রী, ১ হাজার ৩৫৮টি ইমিটেশন গয়না, ১২ হাজার ৪০৬টি শাড়ি, ৭ হাজার ৯৭১টি থ্রিপিস, শার্টপিস ও চাদর, ৩ হাজার ৮৬৪ ঘনফুট কাঠ, ১৭ হাজার ১২৭ কেজি চা–পাতা, ৪৪ হাজার ৫১৫ কেজি কয়লা, ১টি কষ্টিপাথরের মূর্তি, ১২টি ট্রাক, ৩টি বাস, ৭টি পিকআপ, ৬টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, ১৮টি সিএনজিচালিত ইজিবাইক ও ৫৮টি মোটরসাইকেল।

এ ছাড়া অভিযানে ১১ লাখ ৫৬ হাজার ৬২৮টি ইয়াবা বড়ি, ৩৪ কেজি ৫৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪২ কেজি ৯৩৫ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৪৬৮ বোতল ফেনসিডিল, ৩০ হাজার ৪৮৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৫১২ লিটার বাংলা মদসহ বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৩ জন বাংলাদেশি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক ও মিয়ানমারের ১৫০ নাগরিককে আটকের পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।