চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবককে গ্রেপ্তার
চট্টগ্রামে ভোটকেন্দ্রের সামনে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক শামীম আজাদ গ্রেপ্তার হয়েছে। একই সঙ্গে উদ্ধার হয়েছে তাঁর ব্যবহৃত সেই অস্ত্রটিও।
আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে জেলার সীতাকুণ্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার।
নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ওই যুবক। জানতে চাইলে গতকাল রোববার বিকেলে ওয়াসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি কিছু জানি না। আমার অনেক অনুসারী রয়েছে। তবে শামীমকে আমি চিনি।’
শামীমের দলীয় কোনো পদ না থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন বলে স্থানীয় লোকজন জানান।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় শামীম আজাদকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দুজন। তাঁরা হলেন শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। গুলিবিদ্ধ দুজন নৌকার সমর্থক বলে দাবি করেন। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়েন মো. মহিউদ্দিন (বাচ্চু)। ফুলকপি প্রতীকের প্রার্থী ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।