সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে হাজারো কণ্ঠে সুরের ধারার বর্ষবরণ

সুরের ধারা ও চ্যানেল আইয়ের হাজারো কণ্ঠে বর্ষবরণ। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেছবি: জাহিদুল করিম

সকাল ৬টা বাজার কিছুক্ষণের মধ্যেই রাজধানীর শেরেবাংলা নগর এলাকা তবলা আর সেতারের সুরের মূর্ছনায় ভরে উঠল। এর কিছু বাদেই হাজারেরও বেশি কণ্ঠে ‘ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বহে যায় যে’ গেয়ে বঙ্গাব্দ ১৪৩১-কে বরণ করে নেওয়া হলো।

আজ রোববার বাংলা নববর্ষের প্রথম দিন। সারা দেশ আজ পয়লা বৈশাখ উদ্‌যাপন করছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ উদ্‌যাপন করছে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’।

সুরের ধারার অধ্যক্ষ বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় এ আয়োজন চলছে।

সুরের ধারা ও চ্যানেল আইয়ের হাজারো কণ্ঠে বর্ষবরণ। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ছবি: জাহিদুল করিম

হাজারো কণ্ঠে এই বর্ষবরণে ছোট ছোট শিশুরাও সামনের সারিতে দাঁড়িয়ে ১৪৩১-এর নতুন সূর্যকে স্বাগত জানায়। এক যুগ ধরে তারা এ আয়োজন করে আসছে।

শুরুতে আধা ঘণ্টার পরিবেশনা শেষে রেজওয়ানা চৌধুরী বন্যা নতুন বছরে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এই বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কলকাতা থেকেও শিল্পী এসেছেন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সবার সম্মিলিত অংশগ্রহণে নববর্ষকে আবাহন করা। এই সময়ের পৃথিবী হানাহানি, যুদ্ধে উন্মত্ত। নতুন বছরে সেই দূষিত আবহাওয়া থেকে পৃথিবীকে মুক্ত করে সুন্দর, শান্তিময় ও বাসযোগ্য করতে হবে। শিশুদের জন্য সুন্দর পৃথিবী তৈরি করাই হোক নতুন বছরের প্রত্যয়।

বিকাশ নিবেদিত চ্যানেল আই-সুরের ধারা আয়োজিত এ অনুষ্ঠানে মঞ্চে শুভেচ্ছা বক্তব্য জানাতে এসে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ঈদের ছুটির মধ্যেও হাজারেরও বেশি শিল্পী এখানে অংশ নিয়েছেন। সুরের ধারার এই আয়োজনের সঙ্গে বাংলাদেশও এগিয়ে যাবে।

সুরের ধারা ও চ্যানেল আইয়ের হাজারো কণ্ঠে বর্ষবরণ। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ছবি: জাহিদুল করিম

যেকোনো মৌলিক সাংস্কৃতিক চর্চার সঙ্গে বিকাশ থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির।

বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী বলেন, পয়লা বৈশাখের এই সংস্কৃতি বাঙালির অস্তিত্ব। দেশের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক উন্নয়নও প্রয়োজন।

মঞ্চে আরও শুভেচ্ছা জানান ইউনিলিভার বাংলাদেশের হেয়ার কেয়ারের জ্যেষ্ঠ ক্যাটাগরি প্রধান সাবিত শফিউল্লাহ, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

সুরের ধারা ও চ্যানেল আইয়ের হাজারো কণ্ঠে বর্ষবরণ। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ছবি: জাহিদুল করিম

অনুষ্ঠানে অংশ নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনাসহ নাচ, মেলাসহ নানা আয়োজন রয়েছে।