ভারতফেরত চারজনের কাছ থেকে ৫০ হাজার টাপেন্টাডল মাদক উদ্ধার
ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বুধবার রাতে চার যাত্রীকে আটক করে প্রায় ৫০ হাজার টাপেন্টাডল মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটক ব্যক্তিরা হলেন মো. ফারুক, আশিক সাইফ, আবদুল সোবহান, হৃদয় ইসলাম ওরফে রাজু।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান রাতে প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে ভারত থেকে ইউএস বাংলার একটি উড়োজাহাজে পাঁচ মাদক ব্যবসায়ী টাপেন্টাডলের চালান নিয়ে ঢাকায় আসছেন বলে খবর পেয়েছিলেন তাঁরা। ওই তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। ইউএস বাংলার উড়োজাহাজ শাহজালালে অবতরণের পর ওই উড়োজাহাজে আসা মো. ফারুক, আশিক সাইফ, আবদুল সোবহান ও হৃদয় ইসলাম ওরফে রাজু বিমানবন্দরের শুল্ক ফটক পার হওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের লাগেজ তল্লাশি করে ৫০ হাজার টাপেন্টাডল মাদক উদ্ধার করা হয়।
মেহেদী হাসান জানান, ইয়াবার বিকল্প হিসেবে টাপেন্টাডল সেবন করা হয়। চক্রের সদস্যরা বাসে যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ভারতে যান। টাপেন্টাডল মাদক নিয়ে উড়োজাহাজে করে দেশে ফেরেন। এর আগেই এই চক্রের এক সদস্যকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন কারাগারে।