বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের ফোনালাপ, ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে আলোচনা
বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। গতকাল বুধবার (৬ নভেম্বর) ভিডিও কলে তাঁদের এই আলাপ হয়। ভারতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর এই প্রথম বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান পর্যায়ে আলাপ হলো।
ভারতীয় সেনাবাহিনীর এক্স পোস্টে বলা হয়, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি ভিডিও কলে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আলাপ করেছেন। এ সময় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।