মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণ, পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় পুলিশের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গত ২২ নভেম্বর দেশটির কুয়ালা সেলাঙ্গর ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মালয়েশিয়ার অনলাইন পত্রিকা দ্য স্টার আজ শনিবার এ খবর জানিয়েছে।

সেলাঙ্গর পুলিশপ্রধান কম দাতুক হুসেন ওমর খান গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, পুলিশ সদস্য ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় ও একজন বাংলাদেশি নাগরিক। এ অপহরণ ও নির্যাতনের ঘটনায় পুলিশ মোট আটজনকে গ্রেপ্তার করেছিল বলে জানান তিনি।

৭ নভেম্বর ওই বাংলাদেশি সাংবাদিক অপহৃত হন বলে অভিযোগ ওঠে। সেলাঙ্গরের ক্লাং এলাকার একটি বাড়িতে নিয়ে পুলিশ পরিচয়ে স্থানীয় কিছু ব্যক্তি তাঁকে তিন দিন ধরে নির্যাতন করেন।

পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে বছর ত্রিশের ওই সাংবাদিক বলেন, তাঁকে আটকে রেখে মারধর করা হয়েছে। বেত দিয়ে পেটে আঘাত করা হয়েছে। নির্যাতনকারীরা তাঁর মুক্তির বিনিময়ে ১ দশমিক ৯ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (চার লাখ মার্কিন ডলার) দাবি করেন।