মুজিব বর্ষ উদ্‌যাপনে ব্যয় ১,২৬১ কোটি টাকা, উপদেষ্টা পরিষদে তথ্য উপস্থাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেনছবি: পিআইডি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, তা বের করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই হিসাব তুলে ধরা হয়েছে। এতে ছয় অর্থবছরে মোট ব্যয় হয়েছে ১ হাজার ২৬১ কোটি টাকা।

সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। আজ প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং ও মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে ছয় অর্থবছরে (২০১৮-১৯ থেকে ২০২৩-২৪) সব মন্ত্রণালয়, বিভাগ ও আওতাধীন দপ্তর বা সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট ১ হাজার ২৬১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ের তথ্য উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছর থেকে এ–সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে।

এর আগে ৭ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, তা বের করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।