মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ১১ জনকে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (দক্ষিণ রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বেশির ভাগ মানুষ বিষয়টি জানলেও তাঁরা তা মেনে চলছেন না। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বাড়ানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষার জন্য পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।