টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ

হাওরে ঘুরছেন দর্শনার্থীরা। টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
ছবি: খলিল রহমান

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও এর আশপাশ এলাকায় পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ করেছে প্রশাসন। সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। টাঙ্গুয়ার হাওর তাহিরপুর ও ধরমপাশা উপজেলায় অবস্থিত।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ঈদের পর থেকে হাওরে পর্যটকের সংখ্যা বেড়ে গেছে। করোনা পরিস্থিতির কারণে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি প্রশাসন থেকে বলে দেওয়া হলেও সেটি অনেকেই মানছেন না। কেউ কেউ আবার নৌকায় হাওর ও পার্শ্ববর্তী শহীদ সিরাজ লেকের কাছে টেকেরঘাট এলাকায় নৌকা নিয়ে রাতযাপন করেন। গত শুক্রবার রাতে একদল পর্যটক হাওরে রাতযাপনের সময় নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে ঢাকার এক কলেজছাত্রের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষা বিবেচনায় হাওর ও এর আশপাশ রাতযাপন নিষিদ্ধ করা হয়।

ইউএনও পদ্মাসন সিংহ বলেন, এমনিতে পর্যটকদের হাওরে আসতে কোনো বাধা নেই। যেহেতু করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাই পর্যটকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরে কোনো পর্যটক রাতযাপন করতে পারবেন না। এ জন্য রাতে হাওরে পুলিশের টহল থাকবে। পর্যটকেরা দিনের বেলা হাওরে ঘুরে বেড়াবেন।