রাজশাহীতে পদ্মা থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম শরিফুল ইসলাম (১৯)। মাছ ধরার জাল ছুটাতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার হরিশংকরপুর এলাকায় পদ্মা নদী থেকে শরিফুল ইসলাম (১৯) নামে ওই তরুণের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শরিফুল গোদাগাড়ীর ভাটোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা গেছেন এক তরুণ। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খায়রুল ইসলাম, ওসি, গোদাগাড়ী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাতে বেশ কয়েকজনের একটি দলের সঙ্গে নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন শরিফুল। ভোরের দিকে মাছ ধরার জাল ছুটাতে গিয়ে নদীতে পড়ে যান শরিফুল। পরে অনেক খোঁজাখুঁজির পর তাঁকে পায়নি সঙ্গে থাকা অন্য জেলেরা। আজ ভোরে পদ্মার হরিশংকরপুর এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা গেছেন এক তরুণ। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবার চাইলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।