সাতক্ষীরায় ৩ চিকিৎসকসহ ৩৬ জনের করোনা শনাক্ত
সাতক্ষীরায় তিন চিকিৎসকসহ আরও ৩৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬০ জনে।
আজ শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকতা জয়ন্ত সরকার।
জয়ন্ত সরকার জানান, নতুন শনাক্ত তিন চিকিৎসকের মধ্যে দুজন নারী। এ ছাড়া একজন স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মকর্তা রয়েছেন। নতুন শনাক্তের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় আটজন, আশাশুনিতে সাতজন, দেবহাটায় তিনজন, কালীগঞ্জে তিনজন, শ্যামনগরে তিনজন, কলারোয়ায় চারজন ও তালা উপজেলায় আটজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬৮১ জন। মোট মৃত্যু হয়েছে ২৫ জনের।