নরসিংদীতে নদে সাঁতার কাটতে গিয়ে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রের নাম অন্তর মিয়া (১৪)। সে কোচেরচর পূর্বপাড়া গ্রামের ইরাক প্রবাসী বাদশা মিয়ার ছেলে। অন্তর স্থানীয় শাহাবুদ্দীন মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা একটার দিকে ৩/৪ জন বন্ধুর সঙ্গে পুরাতন ব্রহ্মপুত্র নদে নামে অন্তর মিয়া। নদের এপারে কোচেরচর পূর্বপাড়া গ্রাম; ওপারে গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া গ্রাম। অন্তরসহ সবাই সাঁতরে নদের এপার থেকে ওপারে যাওয়া-আসা করছিল। এরই এক ফাঁকে তীব্র স্রোতের কারণে পানিতে তলিয়ে যায় অন্তর। এপারে ফেরত আসার পর অন্যরা অন্তরকে দেখতে পায়নি। তখন সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে স্বজনেরাও ঘটনাস্থলে আসেন। বেলা দুটার দিকে নদ থেকে অন্তরের লাশ উদ্ধার হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাটি তাঁরা অবগত হয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গত সোমবার মনোহরদীর চরমান্দালিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে আড়িয়াল খাঁ নদে এক কলেজছাত্র নিখোঁজ হন। ঘটনার ২১ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার হয়। সোহেল রানা (২১) নামের ওই তরুণ উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাদিউল ইসলাম বলেন, নতুন পানি আসায় নদনদীর প্রসারতা বেড়েছে। পুরাতন ব্রহ্মপুত্র এখন ৪০০/৫০০ ফুটের মতো চওড়া। আবার নদটিতে তীব্র স্রোত রয়েছে। এখন নদে গোসলের ক্ষেত্রে সবার আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।