মৃত্যুর ১০ দিন পর জানা গেল করোনা পজিটিভ ছিলেন
মৃত্যুর ১০ দিন পর জানা গেল ব্যবসায়ী আবুল হোসেন করোশী করোনা পজিটিভ ছিলেন। গত ৩১ জুলাই বেলা তিনটার দিকে তিনি করোনা চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবুল হোসেন করোশী (৯০) সাতক্ষীরা শহরের লস্কারপাড়ার বাসিন্দা ছিলেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, ৩১ জুলাই শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে আবুল হোসেন করোশীকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা শুরু করা হয়। ঘণ্টা তিনেক পরে ওই দিন বেলা তিনটার দিকে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে মৃত্যুর পর ওই দিন তাঁর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ সোমবার আসা প্রতিবেদনে দেখা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার জানান, আবুল হোসেনের পজিটিভ প্রতিবেদন আসায় জেলায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪। স্থানীয় প্রশাসনকে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করতে বলা হয়েছে।