২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কুড়িগ্রামে বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে আহত

বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

কুড়িগ্রামে বাবা–ছেলে মিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে বাবার। আর আহত হয়েছেন ছেলে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া বাবার নাম গোলাম হোসেন (৫৫)। আহত ছেলের নাম সাইজুল ইসলাম (৩৫)।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, আজ দুপুরে সাজাই সরকার পাড়া গ্রামে বাবা ও ছেলে মিলে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর ঝড় শুরু হয়। বজ্রপাতও হচ্ছিল। ওই সময় বাবা–ছেলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাতে তাঁরা দুজন গুরুতর আহত হন।
বাবা–ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত দুজনকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান।