রাজশাহী নগরে কোভিড আক্রান্ত আড়াই হাজার ছাড়াল
গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশনে নতুন করে আরও ১৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে নগরের ৩০টি ওয়ার্ডে কোভিড-১৯ রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ মে রাজশাহী সিটি করপোরেশনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। নগরে ৩১ মে পর্যন্ত রোগী ছিল মাত্র নয়জন। ৩০ জুন পর্যন্ত এই রোগী বেড়ে দাঁড়ায় ৪৫৫ জনে। ১ জুলাই ৪৭তম দিনে ৫০০ রোগী শনাক্ত হয়। রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায় ৭ জুলাই। রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়ায় ১৫ জুলাই ৬১তম দিনে। গত ২৪ জুলাই ৭১তম দিনে রোগীর সংখ্যা ২ হাজার ছাড়ায়। আর আড়াই হাজার রোগী শনাক্ত ছাড়াল গতকাল সোমবার রাতে।
সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুই ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৩১ জন। এর মধ্যে শুধু রাজশাহী নগরের রয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ৩ হাজার ৩২৩ জন হয়েছে। রোগীদের মধ্যে রাজশাহী নগরে রয়েছেন ২ হাজার ৫০৪ জন।
সিভিল সার্জন আরও জানান, গতকাল পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন দেড় হাজার। এর মধ্যে রাজশাহী নগরের রয়েছেন ১ হাজার ১৮৩ জন। নগরের ১২ জনসহ রাজশাহী জেলায় কোভিড-১৯-এ গতকাল পর্যন্ত মারা গেছেন ২৭ জন।