বগুড়ায় কোভিডে প্রকৌশলীর মৃত্যু
বগুড়ায় কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রকৌশলী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবদুস সাত্তার। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও) জানান, কোভিডের উপসর্গ দেখা দিলে আবদুস সাত্তার ২৮ জুলাই টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাত ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবীদের একটি দল স্বাস্থ্য অধিদপ্তর ও আইডিসিআরের নির্দেশনামতো তাঁর লাশ হাসপাতাল চত্বরে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল পর্যন্ত বগুড়ায় কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮১১ জন। এর মধ্যে মারা গেছেন ১০৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৩০ জন।