দুই মেয়েকে হারিয়ে চলে গেলেন অগ্নিদগ্ধ বাবাও
বংশালের দগ্ধ দুই শিশুর পর সোমবার মারা গেছেন তাঁদের বাবাও। গত চার দিন ধরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত ব্যক্তির নাম মো. জাবেদ।
পুরান ঢাকার বংশালের একটি বাড়িতে গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণ হয় গত বৃহস্পতিবার। এতে দেয়াল ধসে ময়নুল নামের এক বছর বয়সী শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শিশুর বাবা জাবেদ (৩৫), মা শিউলি (২৫) ও বোন জান্নাত (৪) মারা যান। জান্নাত মারা যায় শনিবার।
সোমবার বিকেলে জাবেদকে মৃত ঘোষণা করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকেরা। জাবেদের শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান, ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।
জাবেদ ও তাঁর স্ত্রী শিউলি স্কুলব্যাগ তৈরি করতেন। বংশালের ৪৪/১ সামসাবাদ লেনের বাড়ির নিচতলায় দুটি শিশু সন্তান নিয়ে থাকতেন এই দম্পতি।
বংশাল থানার ওসি শাহীন ফকির গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পর বলেছিলেন, বাসাটিতে গ্যাস সরবরাহে সমস্যা ছিল। বিস্ফোরণের আগের দিনও লাইন মেরামত করা হয়। এর আগেও একবার মেরামত করা হয়েছিল।
বিস্ফোরণে জাবেদ-শিউলির বাসা ছাড়াও পাশের তিনটি কাপড়ের গুদাম ক্ষতিগ্রস্ত হয়।