চিকিৎসাসেবা নিয়ে ইউনিভার্সেলের সঙ্গে প্রথম আলোর চুক্তি
করোনা শনাক্তের পরীক্ষাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা এখন থেকে বিশেষ ছাড়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) করাতে পারবেন প্রথম আলোর কর্মীরা। এ জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে করপোরেট চুক্তি সই হয়েছে।
আজ সোমবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দিন, প্রশাসন বিভাগের প্রধান উৎপল কুমার চক্রবর্তী, বিজ্ঞাপন বিভাগের উপমহাবস্থাপক সাইফ-উন–নিজামীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম সাহেদ হোসেন ও জ্যেষ্ঠ নির্বাহী আমিনুল ইসলাম।
চুক্তির আওতায় প্রথম আলোর সব পর্যায়ের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি চিকিৎসাসেবাসহ সব ধরনের (কোভিড এবং নন-কোভিড) স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।