২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বন্যায় সিংড়া সদরের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে

শুক্রবার সকাল থেকে সিংড়া সদরে আত্রাই নদের পানি ঢুকতে শুরু করে। দুপুর নাগাদ সদরের সব রাস্তা পানিতে ডুবে যায়। থানার মোড় এলাকায়। ছবি: প্রথম আলো
শুক্রবার সকাল থেকে সিংড়া সদরে আত্রাই নদের পানি ঢুকতে শুরু করে। দুপুর নাগাদ সদরের সব রাস্তা পানিতে ডুবে যায়। থানার মোড় এলাকায়। ছবি: প্রথম আলো

নাটোরের সিংড়া সদরের মধ্য দিয়ে প্রবাহিত আত্রাই নদের পানি আরও ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে সদরের রাস্তাঘাট ডুবে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে। ২০টি আশ্রয়কেন্দ্রে ৪৮২টি পরিবার আশ্রয় নিয়েছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, আত্রাইয়ের পানি আজ শনিবার ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিংড়া সদরসহ শহরতলীর অধিকাংশ মহল্লায় বন্যার পানি ঢুকে পড়েছে। বিশেষ করে পৌর শহরের প্রধান বাজারের সব সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক দোকান বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে বাজারের একটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার পানিতে সদরের কোরবানের ধানের চাতালসহ কয়েকটি ধানের চাতাল পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি আরও বাড়তে পারে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ আজ সিংড়ার ভাগনাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চকপুর বিলভরট উচ্চবিদ্যালয় আশ্রয়শিবিরে প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।