শেখ হাসিনাকে ইমরান খানের ফোন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ বুধবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেছেন। এ সময় ইমরান সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেন।’ তিনি বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চোখের অবস্থা সম্পর্কে জানতে চাওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানান।