করোনায় শেরপুর পৌর আওয়ামী লীগ নেতার মৃত্যু

কোভিড-১৯
কোভিড-১৯

কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


মারা যাওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম মোহাম্মদ আলী জিন্নাহ (৬০)। তাঁর বাড়ি বগুড়ার শেরপুর পৌর শহরের প্রফেসরপাড়ায়। তিনি শেরপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

টিএমএসএস মেডিকেল কলেজের মুখপাত্র ও সহকারী উপনির্বাহী কর্মকর্তা (এইও) আবদুর রহিম করোনায় মোহাম্মদ আলীর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে ওই রোগীকে ৫ জুলাই তাঁদের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে ৮ জুলাই তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ হাসপাতাল চত্বরে জানাজা শেষে দাফনের জন্য প্রস্তুত করে শেরপুরে পাঠিয়েছে।