সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের স্ত্রী মারা গেছেন
সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে নাঈম আরা হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মেজ মেয়ে আফরুনা রহমান এই তথ্য জানান।
নাঈম আরা হোসেন প্রায় দেড় মাস ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি করোনায় সংক্রমিত হলেও পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তবে তিনি নিউমোনিয়া, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় এই হাসপাতালেই ভর্তি ছিলেন।
মেয়ে আফরুনা রহমান প্রথম আলোকে বলেন, ‘মায়ের করোনা পজিটিভ থাকার পর তা নেগেটিভও হয়। করোনা-পরবর্তী জটিলতায় তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতিসহ নানা সমস্যা দেখা দেয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শেষ পর্যন্ত তিনি চলেই গেলেন। মায়ের ইচ্ছা অনুযায়ী আজিমপুর কবরস্থানে তাঁকে দাফনের চেষ্টা করা হচ্ছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাই।’
অধ্যাপক গোলাম রহমান গুলশানের নিকেতনে পরিবার নিয়ে বসবাস করেন ৷ গত ২৯ মে প্রথমে তাঁর স্ত্রী নাঈম আরা হোসেনের করোনার সংক্রমণ শনাক্ত হয় ৷ এরপর পরীক্ষা করালে গোলাম রহমানসহ পরিবারের অন্য সদস্যদেরও করোনার সংক্রমণ শনাক্ত হয় ৷ তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় ৷ ১ জুলাই গোলাম রহমান ও তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। নেগেটিভ ফল পাওয়ার পরও তাঁর স্ত্রীকে হাসপাতালেই থাকতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন৷ নাঈম আরা হোসেন রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক।