চেনা রূপে বর্ষা, দাপট আরও বাড়বে
কয়েক দিনের অসহ্য গরমের পর বর্ষাকাল নিজের চিরচেনা রূপ নিয়েছে। বৃষ্টি দাপট আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদেরা জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠছে। এ কারণে ৭ জুলাই থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ রোববার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সারা দেশে তাপমাত্রা কমতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শনিবার থেকে সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে ভারী বৃষ্টির পর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ৫৭ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার।